Our bed doesn’t have a bed rest. The bed is a gift from my sister-in-law and my husband will not change the bed. It is not that I die without one but there are times when I think a nice bed rest will be fine. I made myself an imaginary bed rest last night. Handmade paper, roughly cut as a bed rest with sparrows flying here and there. I love waking up to birds singing…

আমাদের বিছানার কোন হেলান দেবার জায়গা নাই। তাই ভাবলাম একটা কল্পনার হেলান দেবার জায়গা করে নেই। হাতে গড়া কাগজ কেটে পাখিও হল। সেইতো, একা কেন সিন্ডারেলার এত সৌভাগ্য হবে?
আমি পারফেক্টশেনিস্ট না, তাই মেপে কাজ করি না। পুরাটাই চোখের আন্দাজে করা। দেখেন, হেডরেস্টের দুই দিকের মাপের বাপ মা নাই।
আমি ৪টা কাগজ প্রথমে জোড়া দিয়েছি। এই কাগজগুলো অর্ডার দিয়ে করা, হ্যান্ডমেড পেপারে স্ক্রিন প্রিন্ট প্রায় ১০০ শিট। এই কাগজ দিয়ে গিফট র্যাপ করা থেকে সবকিছুতেই ব্যবহার করি। আমার ট্রেড মার্ক কাগজ এটা। এরপর হাতে এঁকে একটা শেপ করেছি, কেটে দেয়ালে আঠা দিয়ে লাগিয়েছি। পাখিগুলো হ্যান্ডমেড পেপার রাইটিং প্যাডের কাগজ ছিরে পাখি এঁকে কেটে নিয়েছি।

Photo, DIY: Author